’ এভাবেই রাংতা স্টিলের প্রচারে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে, যা বেশ পছন্দ করছেন দর্শক-অনুরাগীরা।সময়ের অন্যতম জনপ্রিয় তিন তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা নতুন নতুন আবদার রাখছেন। অনুরাগীদের মন্তব্য, ‘এই তিনজনকে এবার একসঙ্গে এক সিনেমায় দেখতে চাই।’
গত বছরের শেষভাগে রাংতা স্টিলের বিজ্ঞাপনে একসঙ্গে এক ফ্রেমে হাজির হন শাহরুখ, আলিয়া ও রণবীর। সেটিতে দেখা যায়, ‘জওয়ান’ শাহরুখের কাছে বন্দি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার শানায়া চরিত্রে আলিয়া এবং ‘বরফি’র রণবীর কাপুর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8jyq