English

30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

গানে ‘শহীদ জিয়া’ বিতর্ক: জেমসের প্রতিক্রিয়া ও সিদ্ধান্ত

- Advertisements -
Advertisements

বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশ নিয়ে এর চেয়ে সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশাত্মবোধক গান আর সৃষ্টি হয়নি। যেটি হয়েছে প্রিন্স মাহমুদ ও জেমসের সুবাদে। ‘বাংলাদেশ’ নামের এই ঐতিহাসিক গানটির মাধ্যমে উঠে এসেছে বঙ্গবন্ধু থেকে শহীদ জিয়াসহ দেশ গঠনের সঙ্গে যুক্ত প্রায় সব কীর্তিমানের নাম।

গানটিকে মানুষ দল-মত-প্রজন্ম নির্বিশেষে গ্রহণও করেছে হৃদয় গহিনে। এর কথা, সুর আর দরাজ গায়কিতে অন্যরকম দেশপ্রেম জাগিয়ে তোলে প্রজন্ম থেকে প্রজন্মে। সেই গানটি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নতুন করে আলোচনায় আসে।

Advertisements

তবে সেটি ঘটেছে গানটির জনপ্রিয়তা ধরে নয়, ‘রাজনৈতিক’ পটভূমিতে। আওয়ামী লীগ সরকার পতনের পর সোশ্যাল হ্যান্ডেলে প্রচলিত হয়, জেমস জানিয়েছেন ‘বাংলাদেশ’ গানটি গত ৮ বছর তিনি মঞ্চে গাইতে পারেননি! কারণ হিসেবে জানান, এতে স্থান পাওয়া ‘শহীদ জিয়া’ নামটি।

মানে আওয়ামী লীগ শাসনামলের শেষ ৮ বছরে জেমস গানটি পরিবেশনায় বাধাপ্রাপ্ত হয়েছেন রাজনৈতিক বিবেচনায়। এমন তথ্য সোশ্যাল হ্যান্ডেলে মুহূর্তেই ভাইরাল হয়েছে গত ক’দিনে।

অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন জেমস। জানিয়েছেন, এমন কোনও তথ্য কিংবা মন্তব্য তিনি কাউকে কখনও দেননি। বিস্ময় প্রকাশ করেছেন এই ভেবে, কেমন করে এই তথ্যটি তার নামে প্রচলিত হলো!

জেমসের বরাতে ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘দেখুন জেমস ভাই বরাবরই একজন পেশাদার মানুষ। ওনার কাছে প্রথম এবং শেষ ঠিকানা শ্রোতা-দর্শক। গানের সঙ্গে শ্রোতার সংযোগ ঘটানোর বাইরে ওনার আর কোনও উচ্চাভিলাষ নেই।

ফলে রাজনৈতিক কোনও বক্তব্য বা কর্মকাণ্ডে আপনারা তাকে কখনও দেখেননি, আশা করছি দেখবেনও না। যে কথাটি ওনার নামে প্রচলিত হয়েছে, সেটি তার বক্তব্য নয়। এমনকি এ বিষয়ে এমন কোনও মন্তব্য কখনও তিনি করেননি।’

ধরে নেওয়া যাক ‘শহীদ জিয়া’ এবং ‘৮ বছর’-এর তথ্য দুটি গুজব। কিন্তু বাস্তবতা কী?

এবার আরও বিস্তারিত বয়ানে গেলেন জেমস মুখপাত্র। বললেন, ‘‘একজন পেশাদার শিল্পীর জীবন অনেক বিচিত্র হয়। যেটা আসলে অনেকে সাদা চোখে টের পান না বা বুঝতে চান না। বিশ্বের প্রতিটি কনসার্টের আলাদা আলাদা শ্রোতা থাকে, ডিজাইন থাকে, পরিবেশ থাকে, চাহিদাও থাকে। প্রতিটি শোয়ের আগে শিল্পী সেই মাপে তার প্লেলিস্ট সাজিয়ে থাকেন। আবার যারা ওই শো আয়োজন করেন, তাদেরও কিছু চেকলিস্ট বা অনুরোধ থাকে।

শ্রোতাদেরও ইনস্ট্যান্ট চিরকুট থাকে। এর সব মিলিয়েই তো একটা শো বা কনসার্ট হয়। ধরুন সব কনসার্টে তো আমরা ‘পাগলা হাওয়া’ পরিবেশন করি না। তেমনি ‘মীরাবাঈ’ কিংবা ‘মা’ গানটাও করি না। আবার এমন অনেক কনসার্ট হয় যেখানে ‘বাংলাদেশ’ গানটা করিনি বা করা হয়নি। এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা নিয়ে রাজনীতির কিছু নেই তো। আমাদের প্লিজ রাজনীতিমুক্ত রাখুন।’’

কথা প্রসঙ্গে মজার তথ্যও দিয়েছেন জেমসের এই ছায়াসঙ্গী। জানিয়েছেন, এই গানটি (বাংলাদেশ) তারা বিভিন্ন সময়ে পথে-ঘাটে-জনসভা কিংবা বিশেষ দিনেও মাইকে শুনতে পান। লক্ষ করেন, কোথাও ‘বঙ্গবন্ধু’ নামটা মিসিং, কোথাও ‘শহীদ জিয়া’ নামটি মিসিং! রবিনের ভাষায়, ‘‘এগুলো শুনি আর আমরা হাসি।

কষ্টও পাই। কিন্তু দিনশেষে গানটা তো আমাদের সন্তান। সেটিকে নিয়ে এভাবে যার যার সুবিধামতো কাটাছেঁড়া হলে তো আমাদেরও ভালো লাগে না। আংশিক নয়, আমরা পূর্ণ ‘বাংলাদেশ’ চাই।’’

রবিনের মাধ্যমে জেমসের স্পষ্ট বার্তা, এখন থেকে ‘বাংলাদেশ’ গানটি তাদের প্রতিটি কনসার্টে পরিবেশন করা হবে নিয়মিত। কারণ, গানটিকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক জল্পনা হয়েছে। পরিকল্পনা করছেন, এই গানটি দিয়েই নতুন বাংলাদেশের প্রতিটি কনসার্ট শুরু করবেন জেমস।

পাল্টা প্রশ্ন ছিল, এবার যদি কেউ আপত্তি তোলে ‘বঙ্গবন্ধু’ নিয়ে! নগর বাউলের পক্ষে রুবাইয়াত ঠাকুর রবিন শক্তকণ্ঠে বললেন, ‘এটা নতুন এক বাংলাদেশ। সবাইকে নতুন করে ভাবতে হবে। রাজনৈতিক সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই তো বৈষম্যবিরোধী আন্দোলনের ফলাফল পাবো আমরা।’

বলা দরকার, ‘বাংলাদেশ’ গানটি প্রকাশ হয়েছিল প্রিন্স মাহমুদের কথা-সুরে ‘পিয়ানো’ অ্যালবামে। এতে গান গেয়েছেন আইয়ুব বাচ্চু ও জেমস। দুজনেই ৫টি করে গানে কণ্ঠ দিয়েছেন। এটি ২০০০ সালে ফিতা ক্যাসেটে প্রকাশ হয় সাউন্ডটেকের ব্যানারে। পরে সিডি আকারেও প্রকাশ হয়।

অ্যালবামটিতে জেমস গেয়েছেন ‘বাংলাদেশ’ ছাড়াও ‘দেবদাস’, ‘এক নদী যমুনা’, ‘সমাধি’ ও ‘তুমি জানলে না’। আইয়ুব বাচ্চু গেয়েছেন ‘তাজমহল’, ‘এ দুনিয়া’, ‘গিটার এবং গান’, ‘প্রতিদান চায় না’ ও ‘তিন পুরুষ’। অ্যালবামের প্রায় সব গানই হিট। এর মধ্যে ‘বাংলাদেশ’ গানটি রূপ নেয় গণতান্ত্রিক দেশাত্মবোধক গান হিসেবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন