English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

গায়ক জুবিনের মৃত্যুর তদন্তে যা জানালো সিঙ্গাপুর পুলিশ

- Advertisements -

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে উঠছিল নানা প্রশ্ন। তদন্তে উঠে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। এবার চাঞ্চল্যকর দাবি করলো সিঙ্গাপুর পুলিশ।

আদালতে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন জুবিন অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও লাইফ জ্যাকেট পরতে রাজি হননি তিনি।

ঘটনাটি ঘটে সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডের কাছে। জানা যায়, সেদিন জুবিন তার কয়েকজন পরিচিতের সঙ্গে একটি ইয়ট পার্টিতে যোগ দিয়েছিলেন। ইয়ট থেকে সমুদ্রে নামার আগে নিরাপত্তার স্বার্থে সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলা হয়। প্রথমে জুবিনকেও একটি লাইফ জ্যাকেট দেওয়া হয়।
কিন্তু সেটি বড় হওয়ায় তিনি তা খুলে ফেলেন। পরে অন্য একটি লাইফ জ্যাকেট দেওয়ার চেষ্টা করা হলেও গায়ক তা নিতে অস্বীকার করেন। 

সিঙ্গাপুর পুলিশের রিপোর্ট অনুযায়ী, ঘটনার সময় জুবিন গর্গের রক্তে অ্যালকোহলের মাত্রা অত্যন্ত বেশি ছিল। ফলে তার শরীরের ভারসাম্য ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাভাবিক ছিল না বলে মনে করা হচ্ছে।

এই অবস্থাতেই তিনি লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে সাঁতার কাটতে শুরু করেন এবং দ্বীপের দিকে এগিয়ে যান। 

জুবিনের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন আরও কয়েকজন। যারা গায়ককে ফিরে আসার অনুরোধ করেন। কিন্তু তিনি সেই সতর্কবার্তা উপেক্ষা করেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই অচেতন হয়ে পড়েন জুবিন এবং জলে ভেসে থাকতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

সিঙ্গাপুরের তদন্তে স্পষ্ট জানানো হয়েছে, এই মৃত্যুর ঘটনায় কোনও অপরাধমূলক দিক বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীদের মতে, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু, যার মূল কারণ ছিল অতিরিক্ত মদ্যপান ও নিরাপত্তা বিধি না মানা।

সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন জুবিন। গত বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠানে তার গান পরিবেশনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আগের দিনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জুবিনের আকস্মিক মৃত্যুতে একের পর এক রহস্য ঘনীভূত হতে থাকে। উদ্যোক্তাদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ae81
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন