English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩
- Advertisement -

গায়িকা পুতুলকে ধর্ষণের হুমকি!

- Advertisements -
Advertisements
Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক তরুণ কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে ধর্ষণ করার হুমকি দিয়েছে। প্রকাশ্যে ফেসবুকে করা ওই তরুণের মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পুতুল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়ার আগেই ওই তরুণ ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা প্রদান করে। ফলে ক্ষমা চাওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকেন পুতুল।
এ বিষয়ে পুতুল ফেসবুকে লিখেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য। তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো, এবং সেটাই হওয়া উচিত।’
এদিকে ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করার পর ফের ‘ক্ষমা চাওয়া’র ভিডিওটি সরিয়ে ফেলে। এতে পুতুল মনে করছেন ছেলেটি চালাকি করছে। তিনি মঙ্গলবার সকালে ফেসবুকে লিখেছেন, ‘ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিলো মনে হচ্ছে। এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবো!’
তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, ‘মেয়েদের বলছি, সরাসরি ধর্ষণ কিংবা ধর্ষণের ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া মাত্র রুখে দাঁড়াও। আইন কিন্তু নারীর পক্ষে। ভয় নয়, আওয়াজ তোলো। তোমার দৃঢ়চেতা মনোভাবই কিন্তু ধর্ষকের ভিত্তি নাড়িয়ে দেবে।’
তিনি আরও বলেন, ‘ধর্ষক এবং ভবিষ্যৎ-ধর্ষকদের বলছি, খুব সাবধান! সময় পাল্টাচ্ছে! ‘ধর্ষণ’ শব্দটা উচ্চারণের আগেও নিজের এবং পরিবারের কথা ভেবে নিস। তোর/তোদের জীবন নরকে পরিণত হয়ে যাবে কিন্তু! মুখ লুকানোর জায়গা পাবি না। শিশ্নকে বেঁধে রাখ। না পারলে কেটে ফেলে দে!’
https://www.facebook.com/photo.php?fbid=1262288760797651&set=pcb.1262289897464204&type=3&__tn__=HH-R&eid=ARCfkDUNfetgjoeLDCma-xlbMWErR3BwgfJMT8B3Fn_YjIc7uP6395OZuy9bZFhk4cvz1nSdqBXWIpz8&__xts__%5B0%5D=68.ARAN37a4khSBJhEqYw67V4YBraTDt1Dj65w9hULfE6COPegxTzaau6yKlaDqxsXXhHEJQwuc395gO8SZqq0p8EUR9_FUsDPDYOxediQuL5N_hCVvfyUkgAOazbQozpaJj1DggNdwdI6R0DeFw0Z6cfw850g-buT7jeLZnQtVeHSLJ5RqdgWj3RXtRCqMqk-fcKSDbYVASCeshjpr

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন