English

16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
- Advertisement -

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে অভিনেতা আব্দুল আজিজ

- Advertisements -

দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ হাসপাতালের সিসিইউতে ভর্তি ৷ তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে বর্ষীয়ান এ অভিনেতাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল শনিবার ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা, আব্দুল আজিজ গতকাল রাত ৮টার দিকে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে বারডেমে ভর্তি করা হয়েছে।’

সিসিইউতে আব্দুল আজিজের চিকিৎসা চলছে জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন নির্মাতা সাগর।

আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে দাগ কেটেছেন। তিনি একজন নির্মাতা ও লেখক।

বেশ কয়েকবছর ধরে নিয়মিত কাজে দেখা যায় না তাকে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে নিয়মিত দেখা মেলে তার। আব্দুল আজিজ অভিনয় করেছেন সর্বশেষ অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমায়৷ এটি মুক্তির অপেক্ষায় আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন