English

30 C
Dhaka
রবিবার, জুন ১৬, ২০২৪
- Advertisement -

ঘরের মেয়েকে বলিউডে আনলেন সালমান খান

- Advertisements -

নাসিম রুমি: আলিজেহকে চেনেন? বলিউডের ভাইজানের ছত্রছায়ায় এসেছেন আর ক্যারিয়ারে মোড় ঘুরেনি এমন ঘটনা বিরল। বলি পাড়ায় অনেক নায়িকা ক্যারিয়ার গড়েছেন সালমান খানের হাত ধরে। এবার সালমানের পরিবারের তিন নম্বর প্রজন্ম পা রাখছে বলিউডে।

Advertisements

ভগ্নিপতি আয়ুশের পর এবার ভাগ্নি আলিজেহকে বলিউডে এনেছেন ভাইজান।

সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহ। মামা সালমানের হাত ধরেই এবার অভিনয়ে হাতেখড়ি হচ্ছে তার।

সালমান খান ফিল্মস ব্যানারে তৈরি ‘ফররে’ ছবির সঙ্গে বলি পাড়ায় পা দিচ্ছেন আলিজেহ। সামজিক মাধ্যমে ভাগ্নির ছবির টিজার শেয়ার করেছেন ‘মামুজান’ সালমান খান।

Advertisements

জানা গেছে, সালমান খানের নয়নের মণি আলিজেহ। গত বছরের শেষেই কানাঘুষো শোনা গিয়েছিল এই স্টারকিডের বলিউডে ডেবিউ নিয়ে। অবশেষে জল্পনা মিলিয়ে বহুল সমালোচিত পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন ছবির সঙ্গেই টিনসেল টাউনে নতুন যাত্রা শুরু করছেন তিনি।

বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ। ‘জামতারা’ সিজন-১ এবং ১-এর জন্য পরিচিত সৌমেন্দ্র। ‘বুধিয়া সিং’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন