অভিনেত্রী দেবলীনা কুমার মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। সম্প্রতি রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-এ অতিথি হিসেবে এসে জানালেন একবার অদ্ভুত বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।
মিশরে ঘুরতে গিয়ে বিয়ের প্রস্তাব পান তিনি। দেবলীনা বলেন, ওখানে বিয়ের প্রস্তাব আসবে, এটা ভাবতেই পারিনি।
১০০টি উট তারা পণ হিসেবে দেবে বলেছিল। এতগুলো উটের বিনিময়ে আমায় ওদের বাড়ির বৌ করতে চেয়েছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yrfz