English

33.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না: অঞ্জনা

- Advertisements -

‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধু কবরী, শাবানা, ববিতার ওপরেই ডিপেন্ডেন্ট ছিল না। ৮০ এর দশকে কবরী আপা কয়টা কাজই বা করেছে। আশির দশকে অসংখ্য সুপারহিট ব্যবসাসফল চলচ্চিত্র আমি, রোজিনা, সুচরিতা, নূতন, অঞ্জু উপহার দিয়েছি। ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।’- এভাবেই কথাগুলো বলছিলেন অভিনেত্রী অঞ্জনা।

চিত্রনায়ক ওমর সানী ‘প্রিয়তমা’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন। সেখানে তিনি বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন। সেই তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করে মন্তব্যের ঘরে এসব কথা লিখেছেন অভিনেত্রী অঞ্জনা।

মঙ্গলবার (৯ মে) ওমর সানী ফেসবুকে লেখেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি- যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সঙ্গে মধুর ভাবনা দরকার।’

‘প্রিয়তমা’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল।

শাকিবভক্তরা মনে করছেন, ওমর সানী মূলত শাকিব খানকে উদ্দেশ করেই পোস্টটি লিখেছেন। তাদের অনেকে ওমর সানীর পোস্টের নিচে এসে নানা মন্তব্যও লিখেছেন।

সেই পোস্টে এক মন্তব্যে চিত্রনায়িকা অঞ্জনা আরো লিখেছেন, ‘কেন সানি আমি, রোজিনা, সুচরিতা নূতন, অঞ্জু কি তাহলে প্রিয়তমা তালিকায় নেই?’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oeju
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন