English

29.4 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান

- Advertisements -
দেশের গুণী ও বয়োজৈষ্ঠ অভিনেতা অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। আজ ৪ টা ২০ মিনেটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি জানান, উনি আনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। প্রায়ই হাসপাতলে যেতে হতো।
শেষবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছিলেন আইসিইউতে। সেখানে তিনি মৃত্যবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তার দীর্ঘদিনের সহকারি রবিন মন্ডল ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি নাসিম। রবিন গণমাধ্যমে বলেন,‘ অভিনেতার এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন। আগামী ১৩ তারিখে তার দেশে আসার কথা। এখন তিনি কখন বা কবে আসবেন সেটা জানি না।
তার সিদ্ধান্তের উপরই সব নির্ভর করছে। তবে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে মনে হয় সেখানেই দাফন করা হবে তাকে।’
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। বয়সের ভারে ঠিকমত হাঁটাচলাও করতে পারতেন না এই অভিনেতা। হুইল চেয়ারই ছিল তাঁর  ভরসা।
এ কারণে বেশির ভাগ সময় ঘরের ভেতরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে।
১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3q1m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন