English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

চার্জশিটে নাম উঠলো আল্লু অর্জুনের

- Advertisements -

নাসিম রুমি: ভারতে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালীন পদদলিত হওয়ার ঘটনা তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে অভিযুক্ত করা হয়েছে। আনডিটিভি জানিয়েছে, চার্জশিটে আল্লু অর্জুনসহ আরও ২৩ জনের নাম উঠেছে।

প্রতিবেদন অনুসারে, শনিবার (২৭ ডিসেম্বর) নামপল্লি আদালতের নবম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথিটি জমা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো চলাকালীন আল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভিড় জমেছিল। এর ফলে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং তার নাবালক ছেলে অক্সিজেনের অভাবে গুরুতর আহত হয়।

ভারতীয় পুলিশ তদন্ত করে এই সিদ্ধান্তে পৌঁছেছে, চরম অবহেলা এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলতে ব্যর্থ হওয়ায় এই ট্র্যাজেডি ঘটেছে।

এনডিটিভি বলছে, অভিনেতা আসবেন জেনেও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থতার জন্য থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক এবং মালিকদের নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ ভিড়ের পরিস্থিতি সত্ত্বেও শো চালিয়ে যাওয়ার এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের অভাবের জন্য অভিনেতা আল্লু অর্জুনের এসেছে।

চার্জশিটে নাম আসা ২৪ জনের মধ্যে আল্লু অর্জুনের ব্যক্তিগত ব্যবস্থাপক, তার কর্মীদের সদস্য এবং ৮ জন ব্যক্তিগত বাউন্সার রয়েছেন- যাদের কর্মকাণ্ড বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তুলেছিল বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা না করায় থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

তদন্তে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তার কারণে অভিনেতার উপস্থিতির অনুমতি বিশেষভাবে প্রত্যাখ্যান করেছিল পুলিশ।

তদন্তকারীরা অভিযোগ করেছেন, আল্লু আর্জুনের ব্যক্তিগত নিরাপত্তা দলের চলাচল এবং জনতার প্রতি কিছু অঙ্গভঙ্গি এই চাপের সূত্রপাত করেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে জামিন পাওয়ার আগে আল্লু অর্জুনকে কিছুক্ষণের জন্য গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে। তিনি তদন্তে সহযোগিতা করছেন। অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটি বিচারের পর্যায়ে রূপান্তরিত হলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/12z0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন