English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবিনা ইয়াসমীন

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ সাড়ে তিন মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে গত২জুন বাংলাদেশে ফিরেন তিনি। বর্তমানে ঢাকায় নিজের বাসায় রয়েছেন। সোমবার (৩ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমীন বাঁধন।

বিস্তারিত জানিয়ে বাঁধন বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসকেরা দাঁতের সমস্যা দেখতে পান। এরপর গত ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। রেডিওথেরাপি কোর্স শেষ হওয়ার পর আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো চলতে হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে গুঞ্জন চাউর হয়, আবারো ক্যানসারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমীন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা চলে। পরবর্তীতে সাবিনা ইয়াসমীন এক বার্তায় বলেছিলেন, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে তিনি। একই সঙ্গে নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর তথ্য পাচ্ছেন বলেও জানান শিল্পী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cn37
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন