English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

চুরিচামারির খবর পেলে ফাঁস করে দেব: অঙ্কুশ হাজরা

- Advertisements -

ভারতীয় বাংলা সিনেমার একঝাঁক তারকা অভিনয়শিল্পী রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতির কারণে তারায় তারায় জটিলতা লেগেই আছে! তবে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা এখনো কোনো রাজনৈতিক দলে নাম লেখাননি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অভিনেতা সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চ্যাটার্জি, কাঞ্চন মল্লিকের মতো অনেকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হলেও অঙ্কুশ হাজরা কেন রাজনীতিতে নেই? এক সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখে পড়েছিলেন অঙ্কুশ হাজরা।

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অঙ্কুশ হাজরা বলেন, ‘রাজনীতিতে যাওয়া আমার জন্য মুশকিল। আমি যে দলে গিয়েই রাজনীতি করিনা কেন, আমি নিশ্চিত সেই দলই ৬ মাসের মধ্যে তাড়িয়ে দেবে। কারণ আমি তো আমার মতো চলব। আমার উপর কাউকে দালালি মারতে দেব না। কোনো সময় যদি কোনো অন্যায় দেখতে পাই, সেটা যদি আমার দলের লোকও হয়, আমি ফাঁস করে দেব। দুই নাম্বারি দেখলেই সব বলে দেব। তাই আমাকে নিয়ে টানাটানি না করাই ভালো।’

অঙ্কুশ মনে করেন তাকে দিয়ে রাজনীতি হবে না। তার ভাষায়, ‘আমি রাজনীতি বুঝি না। যে সব রাজনৈতিক দল আলোচনায় থাকে, সেক্ষেত্রে দুটো দলের লোকজনের সঙ্গেই আমার ভালো সম্পর্ক। আমি এদের সঙ্গেও কথা বলি, ওদের সঙ্গেও কথা বলি। এদের পূজায়ও যাই, ওদের পূজায়ও যাই। এই স্পেসটা উপভোগ করি। টাকার থেকেও স্বাধীনতাটা বেশি আনন্দের। কোভিড, আম্ফানের সময় বিভিন্ন স্থানে টাকা দিয়েছি। এজন্য আমাকে কোনো ফাইলে সই করতে হয়নি; কাউকে বলতে হয়নি। এই স্বাধীনতাটাই আনন্দের। রাজনীতিটা আমার দ্বারা হবে না।’

ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে অঙ্কুশ হাজরা বলেন, ‘আমি জানি না এমপি, এমএলএ কত বেতন পান! তবে তাদের সবই তো ফ্রি। আমি আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যে অর্থ রোজগার করি তাতেই খুশি। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন মাসে ৩০ হাজার রুপি আয় করতাম, হাতে পেতাম ২৬-২৭ হাজার রুপি। আমি কিন্তু তা দিয়েই চালিয়েছি। ওই অর্থে খুব আনন্দ নিয়ে ৩-৪ বছর কাটিয়েছি। তাই আমার কাছে চুরিচামারির খবর এলে সব ফাঁস করে দেব।’

অঙ্কুশ অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pp32
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন