English

31.6 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

জন্মদিনে ছবি ও গানে বিরাটকে অনুষ্কার বার্তা

- Advertisements -

নাসিম রুমি: কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ব্যাটে রান নেই। মঙ্গলবার বিরাটের জন্মদিনে তাঁর পাশে থাকার বার্তা দিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। কী বললেন তিনি?

ডান হাতে পুত্র অকায়। বাঁ হাতে কন্যা ভামিকা। পুত্র ও কন্যাকে কোলে নিয়ে রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি। মুখে চওড়া হাসি। মঙ্গলবার বিরাটের ৩৬তম জন্মদিনে এই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা। দিয়েছেন ভালবাসার ইমোজি। তবে শুধু সেখানেই শেষ নয়। এই ছবির নেপথ্যে বাজছে একটি গান। আর সেই গানেই কঠিন সময়ে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন অনুষ্কা।

গত বছর ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপে শেষ বার শতরান করেছিলেন বিরাট। তার পর থেকে ব্যাটে রান নেই তাঁর। বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধেও তিনি ব্যর্থ। এমন সব শট খেলে আউট হচ্ছেন যে তাঁর টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা পাশে থাকলেও সমালোচনা কমছে না। এই পরিস্থিতিতে সামনে কঠিন সফর। অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে হয়তো লাল বলের ক্রিকেট কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে বিরাটের।

কেরিয়ারে কঠিন সময়ে বিরাটকে অনুপ্ররণা দিতে সেই অস্ট্রেলিয়ারই একটি ব্যান্ডের গান ব্যবহার করেছেন অনুষ্কা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি লোকসঙ্গীতের ব্যান্ড ‘হলো কোভ্স‌’। সেই ব্যান্ডেরই গান ‘ব্লেসিংস’। ব্যান্ডের দুই সদস্য রায়ান হেন্ডারসন ও ম্যাট ক্যারিনস এই গান লিখেছেন ও গেয়েছেন। গানের মূল বিষয় ভালবাসা ও আশীর্বাদ। অনুষ্কা বোঝাতে চেয়েছেন, ভালবাসার মানুষের পাশে রয়েছেন তিনি। এই কঠিন সময়ও কেটে যাবে।

গানের কয়েকটি লাইন থেকেই বিষয়টি পরিষ্কার। সেখানে বলা হচ্ছে, ‘চোখ খুলে দেখো। তোমার চারদিকে মানুষের আশীর্বাদ রয়েছে। যে সূর্যের আলো তোমার উপর পড়ছে তাকে অনুভব করো। নিজের মনকে মুক্ত করো। বাইরে বার হও। এই আলোতে নিজের মনকে আলোকিত করো। ওরা বলে, ভালবাসার মানুষের হাত ধরে থাকো। তাকে নিজের কাছে রাখো। ওরা বলে, এই সময়টাকে ধরে রাখো। আলোয় উদ্ভাসিত হোক চারদিক।” বোঝাই যাচ্ছে, অনুষ্কা বিরাটের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেছেন। তাঁকে সামনের দিকে তাকাতে বলেছেন। এই সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wwc1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন