English

26.9 C
Dhaka
শনিবার, অক্টোবর ৪, ২০২৫
- Advertisement -

জন্মদিনে মন ভালো নেই জাহিদ হাসানের

- Advertisements -

নাসিম রুমি: অভিনেতা জাহিদ হাসান নব্বই দশকে অভিনয় জীবনের শুরু করে খুব অল্প দিনের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেন। বহু নাটক ও টেলিছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

১৯৬৭ সালের আজকের (৪ অক্টোবর) দিনে জন্মেছেন তিনি। তবে জানা গেছে, জন্মদিনের দিন নাকি অভিনেতার মনের অবস্থা ভালো নয়।

সে কারণ হিসেবে জাহিদ হাসান জানান, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার কিছু ভালো লাগে না।’

এবারের জন্মদিনে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো থাকি, পরিবার নিয়ে ভালো থাকি। দেশটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক। একা একা আসলে কোনোভাবেই ভালো থাকা যায় না। একা রাস্তায় বের হলাম, কিন্তু রাস্তায় কেউ নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবাই মিলে ভালো থাকলে ভালো লাগে। আল্লাহ যেন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্য দান করেন। সুবুদ্ধি দান করেন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। মানুষকে যেন সহযোগিতার সুযোগ করে দেন। এটাই আমার এখনকার প্রত্যাশা।’

জন্মদিন কীভাবে কাটাবেন? অভিনেতা বলেন, ‘জন্মদিন উদযাপন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তাছাড়া আমার মেয়ে দেশের বাইরে থাকায় কোনো আনুষ্ঠানিকতা করছি না। ওকে ভীষণ মিস করছি। ও দূরে থাকায় মনটা বেশ খারাপ লাগছে। সারাদিন বাসাতেই থাকবো।’

কাজের কথা জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘অনেকের সঙ্গে কথা হয়, কিন্তু ভালো কোনো কাজের প্রস্তাব পাই না। ফলে কোনো কাজ করা হচ্ছে না।’

নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ এবং মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ তার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তার অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ ছবিতে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন জাহিদ হাসান।

 

বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ বছর কোরবানির ঈদে ‘উৎসব’ ছবি দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4l9r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন