জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সাথে জোট করার ফলে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি, দুই মুক্তিযোদ্ধা, মেজর (অব.) আখতারুজ্জামান এবং কর্নেল অলি আহমেদও জামায়াতের সাথে যোগ দিয়েছেন। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা।
তিনি বলেছেন, ‘সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এতদিন জনগণকে কেন বোকা বানিয়েছিলি?’
যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার পোস্টের কমেন্ট বক্স থেকে পরিষ্কার হয়ে গেছে যে, তিনি এনসিপি-কে ইঙ্গিত করছেন।
অন্য একটি পোস্টে সোহেল রানা আখতারুজ্জামান ও অলি আহমেদকে জামায়াতে যোগ দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেছেন। তিনি তাদের নাম উল্লেখ করে লিখেছেন, ‘আখতারুজ্জামান, অলি আহমেদ—ধিক তোমাদের দুজনকে।’
সোহেল রানা মুক্তিযোদ্ধা এবং ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেন। পরবর্তীতে তিনি চলচ্চিত্র জগতে আসেন এবং ‘ওরা ১১ জন’ (১৯৭২) ছবিটি প্রযোজনা করেন, যেখানে মুক্তিযোদ্ধাদের অভিনয় করানো হয়েছিল।
তার এই সমালোচনামূলক মন্তব্য এখন রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, সোহেল রানা তার মন্তব্যের মাধ্যমে শুধু রাজনৈতিক সমালোচনা করছেন না, বরং গণমাধ্যম ও জনগণের সামনে এনসিপি নেতাদের পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
