English

28 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

ঝড়ের মতো এসেছিলেন আসিফ

- Advertisements -

নাসিম রুমি: ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেলি। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারাদেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল। সেই হিসেবে অ্যালবামটির এবং গায়ক হিসেবে আসিফ আকবরের ২ যুগ পূর্তি হলো গতকাল।

গীতিকার ও সুরকার ইথুন বাবুর হৃদয়ছোঁয়া কথা ও সুরে আসিফের উন্মাদনা ছড়ানো কণ্ঠে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালবামটি অডিও বাজারে ঝড় তুলেছিল। প্রথম অ্যালবাম দিয়েই আসিফ জানান দিয়েছিলেন, অডিও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে এসেছে এক নতুন গায়ক। অ্যালমবামটি প্রকাশের পর আসিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে গান করে যান তিনি। নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার শৗর্ষে।

আসিফের প্রথম অ্যালবামের প্রায় সবকটি গানই শ্রোতারা লুফে নেন। তবে এর প্রথম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। গানটির শ্রোতাপ্রিয়তা দেখে একটি সিনেমাতেও সংযোজন করা হয় গানটি।

গানের নামেই রাখা হয় সিনেমার ‘ও প্রিয়া তুমি কোথায়’। ২০০২ সালে ছবিটি নির্মাণ করেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। তখনকার সুপারহিট জুটি রিয়াজ-শাবনূরের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন আজকের সুপারস্টার শাকিব খানও। ছবিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি বেজেছিল রিয়াজের ঠোঁটে।

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি প্রকাশ করে প্রযোজনা সংস্থা ‘সাউন্ডটেক’। অ্যালবাম বাজারে আসার পরপরই শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে এই অ্যালবামকে বলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবাম। বিভিন্ন সূত্রে জানা যায়, বিক্রি হয়েছিল ৬০ লাখেরও বেশি কপি। এটি অডিও ইন্ডাস্ট্রিতে অনন্য রেকর্ড সৃষ্টি করেছিল।

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের দুই যুগ পূর্তিতে আসিফ আকবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘২ যুগ, ২৪ বছর, ও প্রিয়া তুমি কোথায়’। সঙ্গে অ্যালবামটির ছবিও জুড়ে দিয়েছেন। আসিফের ওই পোস্ট দেখে অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফরিদ খান নামের এক অনুরাগী লিখেছেন, ‘শুভ জন্মদিন ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়।

ভালোবাসা অবিরাম প্রিয় আসিফ ভাই।’ সানজিদা নামে একজন লিখেছেন, ‘তখন ক্লাস ফোর কিংবা ফাইভে পড়তাম, জাস্ট পাগল ছিলাম আপনার গানের জন্য। ক্যাসেট সংগ্রহ করতাম সবগুলো। ভাবা যায় না, সময় কীভাবে চলে যায়। পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল।’

আসিফ আকবর একটা প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার পুরোনো গানগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার গাওয়া গান কাভার করে এ প্রজন্মের অনেক শিল্পী প্রশংসা পাচ্ছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ykrn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন