যা রটেছে তা একেবারেই মিথ্যা।”শোনা গেছে, ‘নারী শক্তি’র জন্য জয়পুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যা হওয়ার কথা ছিল জেএলএন মার্গে। নারী উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তি দিমরিকে সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। এমনকি, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছানোর আশ্বাসও দিয়েছিলেন।
পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু তৃপ্তির দেখা মেলেনি। এতেই উদ্যোক্তারা প্রবল ক্ষিপ্ত। তবে এই ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃপ্তি নিজেই।
ক্যারিয়ারের শুরুতেই ইমতিয়াজ আলির ‘লায়লা মজনু’ সিনেমায় নজর কেড়েছিলেন তৃপ্তি। তারপর আসে ওয়েব ফিল্ম ‘বুলবুল’ ও ‘কালা’। উভয় সিনেমায় প্রশংসা কুড়ান অভিনেত্রী। তবে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট আসে অ্যানিমেলের সাফল্যের পর। ঠিক তখনই অফার আসে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর। আর তার পরেই তৃপ্তির ভাগ্যের চাকা ঘুরে যায়। আগামীতে ‘ভুলভুলাইয়া ৩’, ‘ধাড়াক ২’র মতো সিনেমায় দেখা যাবে তৃপ্তিকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v024