English

29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
- Advertisement -

টানা ৬ মাস নকল নখ পরেছিলেন, এখন বিপদের মুখে এই অভিনেত্রী

- Advertisements -

‘লাফটার শেফ– আনলিমিটেড এন্টারটেইমেন্ট’ অনুষ্ঠান নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নিয়া শর্মা। যার সুবাদে তিন সিজন পর আরও একবার আমন্ত্রণ পেয়েছেন রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। যার ১৮তম সিজনে দেখা যাবে এই বলিউড তারকাকে। গত বছর শিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের ‘সৌল’ গানের মডেল হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisements

এ ছাড়া উল্লেখ করার মতো কাজের সুযোগ হয়নি এই তারকার। যে কারণে, ক্যারিয়ারে রীতিমতো ভাটা শুরু হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই জোয়ারের জলের মতো ভেসে এসেছে লাফটার শোতে অংশ নেওয়ার সুযোগ। কাজের অভাবে নিয়া শর্মাও সুযোগ লুফে নিতে এক মুহূর্ত দেরি করেননি।

Advertisements

‘লাফটার শেফ– আনলিমিটেড এন্টারটেইমেন্ট’ শোর সুবাদে ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে উঠতে পারে– অভিনেত্রী নিজেও  তা অনুমান করতে পারেননি। সেজন্যই ক’দিন আগে ক্যারিয়ারের এটা সুসময় বলেই উল্লেখ করেছেন তিনি। অথচ সুসময়েও দুশ্চিন্তায় আছেন নিয়া। কিন্তু কেন? জনমনে সেই প্রশ্ন উঠে আসার আগেই নিজের কষ্টের কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, ‘বিগ বস-১৮’-তে অংশ নেওয়ার আগে দুশ্চিন্তা দেখা দিয়েছে ডার্ক সার্কেলের সমস্যা নিয়ে। তিনি ৬ মাস ধরে নকল নখ পরেছিলেন। সেগুলো তুলে ফেলার পরে তিনি এখন নখের যন্ত্রণায় জর্জরিত। প্রচণ্ড ব্যথা হচ্ছে। এ খবর জানানোর পাশাপাশি প্রশ্ন তুলেছেন, কেন শুধু মেয়েদেরই এসব সহ্য করতে হয়। এখন দেখার অপেক্ষা– তাঁর এই প্রশ্নের উত্তরে ভক্ত-অনুরারগীরা কী সমাধান খুঁজে দেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন