English

31.7 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
- Advertisement -

টেইলর সুইফটের নতুন অ্যালবাম আসছে

- Advertisements -

সময়টা নিশ্চিতভাবে না ঘোষণা করা হলেও খুব শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে পপ সঙ্গীত তারকা টেইলর সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’। চৌদ্দবার গ্র্যামি বিজয়ী সুইফটের ভক্তরাও নতুন সঙ্গীতের জন্য বেশ উত্তেজিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পপ তারকা একটি প্রচারণা ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে তিনি নিজেকে পরিচালক হিসেবে উপস্থাপন করছেন। ভিডিওটিতে সুইফট অন্য এক রূপে নিজেকে শোগার্ল হিসেবে পরিচালনা করছেন, আর পটভূমিতে রয়েছে তার আসন্ন অ্যালবামের নতুন সংস্করণ।

সুইফট তার পোস্টে ক্যাপশন লিখেছেন, ‘শী’স গট ফোর ডে’জ লেফট টু রিহার্স ফর হারের বিগ মোমেন্ট…, যা অ্যালবামের জন্য বাকি প্রস্তুতির সময়কে বর্ণনা করছে।

একই পোস্টে প্রচার করা হয়েছে ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য ক্রাউড ইজ যোর কিং এডিশন’ ভিনাইল সংস্করণ। বিশেষভাবে, এই ভিনাইলটি ‘সামারটাইম স্প্রিট্জ পিংক শিমার’ নামে পরিচিত এবং শুধুমাত্র টার্গেট-এ বিক্রি হবে।

নতুন অ্যালবামের এই প্রচারণা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সুইফটের ভক্তরা ইতিমধ্যেই তার সৃজনশীলতার নতুন দিক এবং অ্যালবামের বিশেষ সংস্করণ সংগ্রহ করার জন্য অপেক্ষা করছেন।

প্রকাশনার আগের কয়েকদিনে সুইফটের এ ধরনের ভিডিও ও সামাজিক যোগাযোগের প্রচারণা সবসময়ই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণের কারণ হয়ে ওঠে। এই নতুন অ্যালবাম তার ভক্তদের জন্য নতুন সঙ্গীত যাত্রার সূচনা করবে বলে আশা করা যাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, গায়িকার শোগার্ল চরিত্রটি ক্যামেরার জন্য নির্ধারিত কিছু পজিশন ঠিকমতো ধরতে না পারলে, তার পরিচালক চরিত্রটি বলে ওঠে- ‘এটা ‘শোগার্ল’ নয়, বরং ‘নো গার্ল’ লাগছে… আমরা কি তাকে দ্রুত কোনো স্কুলে পাঠাতে পারি?’

এরপর পরিচালক সুইফট বলেন, ‘এলিগ্যান্স, চার্ম’, আর সেই সময় শোগার্ল সুইফট বাতাসে ঝিলিমিলি গ্লিটার ছুঁড়ে দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9z9z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন