English

23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
- Advertisement -

‘ড‌্যান্স বাংলা ড‌্যান্স’ বিজয়ী স্নেহাশ্রিতা-রাজন্যা

- Advertisements -

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড‌্যান্স বাংলা ড‌্যান্স’। রোববার (২৯ অক্টোবর) রাতে ১২তম এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ সিজনে যৌথভাবে বিজয়ী হয়েছেন স্নেহাশ্রিতা ও রাজন্যা। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

Advertisements

‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর চলতি সিজনে প্রতিযোগিদের দু’টি বিভাগে ভাগ করা হয়। প্রাপ্তবয়স্কদের দলে চূড়ান্ত আসরে জায়গা পান— স্নেহা, দিশা, প্রিয়াঙ্কা এবং ভূমিকা। অন্যদিকে ছোটদের দলে ছিলো— হাম্পি-দীপান্বিতা, রাজন্যা, সুমন স্নেহাশ্রিতা, সুকৃতি এবং পৃথ্বীরাজ।

ছোটদের মধ্য থেকে স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমনকে চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। অন্যদিকে বড়দের মধ্যে এককভাবে জয়ী হন দিশা। এই চার বিজয়ীর মধ্য থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন’ নির্বাচন করা হয় স্নেহাশ্রিতা এবং রাজন্যাকে।

Advertisements

ছোট ও বড়দের মধ্য থেকে আলাদা আলদা বিজয়ী নির্বাচন করেন চার বিচারক শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পূজা এবং মৌনি। শুভশ্রী গাঙ্গুলি বলেন— ‘ছোটেদের মধ্যে বিজয়ী নির্বাচন করা ভীষণ কঠিন ছিল। পরে আমরা তিনজনকে বেছে নিয়েছি।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় এ প্রতিযোগিতা। দীর্ঘ ৯ মাসের সফর শেষে চূড়ান্ত হলো বিজয়ী।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন