English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। গত মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয় সিরিজটির টিজার। তাতে নায়কোচিত লুকে দেখা যায় ‘বাদশা’ পুত্রকে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে তারকাখচিত প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট, তামান্না ভাটিয়া, ভিকি কৌশল, কাজল-অজয় দেবগন, মাধুরী দীক্ষিত-শ্রীরাম নেনেসহ অনেকে।

বলিউডে তারকাদের পাশাপাশি এ অনুষ্ঠানে উপস্থিত হন আরিয়ানের কথিত বিদেশি প্রেমিকা লারিসা বোনেসি। যদিও আরিয়ান-লারিসা একসঙ্গে পোজ দেননি। তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানে প্রবেশ করেন। আরিয়ান খান পুরোপুরি কালো রঙের পোশাকে সেজেছিলেন, লারিসা বোনেসি একটি অফ-শোল্ডার কালো গাউন পরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং পাপারাজ্জিদের সামনে পোজ দেন। তারপর থেকে আরিয়ান-লারিসার প্রেম নিয়ে চর্চা নতুন করে শুরু হয়েছে।

এর আগে ‘দ্য বা***ডস অব বলিউড’ সিরিজের টিজার দেখে কথিত বিদেশি প্রেমিকা লারিসা বোনেসি মুগ্ধতা প্রকাশ করেছিলেন। ইনস্টাগ্রামে আরিয়ানের প্রশংসা করে লারিসা লেখেছিলেন, “অপ্রতিরোধ্য, অতুলনীয় এবং সত্যিই বিশ্বসেরা। গর্বিত বলাটাও যেন খুবই সাধারণ শব্দ।” এরপর থেকে আরিয়ান-লারিসার প্রেম জোর চর্চায় পরিণত হয়।

শাহরুখ খানের বড় পুত্র আরিয়ান খান বলিউডে পা রাখার আগেই একাধিক তারকা অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে। ২৬ বছরের আরিয়ানের সঙ্গে কখনো নাম জড়িয়েছে নোরা ফতেহির, কখনো বা তারকা-কন্যা অনন্যা পাণ্ডের। গত বছরের এপ্রিলে জানা যায়, ৭ বছরের বড় ব্রাজিলের মডেল-অভিনেত্রী লারিসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান।

১৯৯০ সালের মার্চে ব্রাজিলে জন্মগ্রহণ করেন লারিসা বোনেসি। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিং জগতে তার ভালোই পরিচিতি রয়েছে। একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। চর্চিত প্রেমিকা লারিসার সঙ্গে নতুন বছরকে (২০২৫) স্বাগত জানাতেও দেখা যায় আরিয়ানকে।

লারিসার সঙ্গে আরিয়ানের প্রেমের সম্পর্ক নিয়ে জোর চর্চা হলেও এ নিয়ে মুখ খোলেননি তাদের কেউ-ই। তবে দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি নেটিজেনরা। সর্বশেষ প্রিমিয়ার অনুষ্ঠানে লারিসার উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p7fj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন