English

28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

তারকাদের অন্ধকার দিক ফাঁস করলেন ফারাহ

- Advertisements -

বলিউডের সফল পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। ২০১৪ সালে প্রথম পরিচালকের আসনে বসেন। তার নির্মিত প্রথম সিনমো ‘ম্যায় হু না’। এরপর তিনি তৈরি করেন ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’, ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমা। এসব সিনেমায় অভিনয় করেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমারের মতো তারকারা।

Advertisements

রুপালি জগতের তারকারা নানা সময়ে নানারকম মিথ্যা কথা বলে থাকেন। সাধারণত নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই এমনটা করে থাকেন বলে দাবি ফারাহ খানের। এবার তারকাদের বলা কিছু ‘মিথ্যা কথা’ নিয়ে একটি ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন নির্মাতা ফারাহ খান। চলুন জেনে নিই তারকাদের কিছু অন্ধকার দিক—

শুরতে ফারাহ খান বলেন, “অনেক তারকা বলে থাকেন আমার মেটাবলিজম রেট খুব বেশি, তাই আমি কখনো জিমে যাই না। ঈশ্বর আমাকে এরকম করেই তৈরি করেছেন।’ কিন্তু এটা কখনো হতে পারে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, হয় আপনি উপোস করে করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, নয়তো জিমে গিয়ে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টাই বসে আছেন।”

Advertisements

কয়েক দিন আগে জাহ্নবী কাপুর জানান, জিম থেকে বের হওয়ার পর পাপারাজ্জিরা তার ছবি তোলার জন্য বিরক্ত করেন। জাহ্নবী কাপুরের নাম উল্লেখ না করে এ বিষয়ে ফারাহ খান “জিম থেকে বেরিয়ে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে অবাক হয়ে তারা জিজ্ঞাসা করেন, ‘আপনাদের কে ডেকেছে?’ আরে ম্যাডামা, আপনি নিজেই তো ডেকেছেন।”

“অনেকে তারকাই বলেন, ‘আমি আমার আগের জীবনটা খুব মিস করি, রাস্তার ধারে ফুচকা খাওয়া মিস করি।’ কিন্তু জেনে রাখুন, আপনাকে যদি সাধারণভাবে জীবনযাপন করতে বলা হয়, তবে আপনি আর বেঁচে থাকবেন না।” বলেন ফারাহ খান।

সিনেমা ফ্লপ হলে তারকারা কি মানসিকভাবে ভেঙে পড়েন? এ প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফারাহ খান। তিনি বলেন, “সিনেমা ফ্লপ করলে অনেকেই বলে থাকেন, এতে তিনি মোটেও প্রভাবিত নন।’ আসলে এটাও মিথ্যা কথা।”

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন