English

32 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
- Advertisement -

তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা মিঠুন চক্রবর্তীর

- Advertisements -

নাসিম রুমি: ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন ‘পদ্মভূষণ’ পদক প্রাপ্ত বলিউড অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন, যা তার ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানির কারণ হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর দাবি, টেলিভিশনে কুণাল বলেছেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন বলে কুণাল অভিযোগ করেছেন।

শুধু তা-ই নয়, মিঠুনের স্ত্রী আর্থিক তছরুপের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা আছে বলেও দাবি করেছেন কুণাল। মিঠুন জানিয়েছেন, কুণালের এই প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন।

কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট হননি বলে এবার সরাসরি ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মিঠুনের এই আইনি পদক্ষেপের পর ভারতীয় সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছেন, ‘যার মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? কোর্টে দেখা হবে।’

মিঠুন আদালতকে জানিয়েছেন, তিনি রাজ্যসভার সাবেক সদস্য। অভিনেতা হিসেবে তিনি দাদাসাহেব ফালকে এবং পদ্মভূষণ সম্মান পেয়েছেন। কুণাল ঘোষের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জেরে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার সম্মান নষ্ট হচ্ছে।

মিঠুনের দাবি, কুণালের এই মন্তব্যের কারণে কাজেরও ক্ষতি হচ্ছে তার। বিজ্ঞাপন এবং ছবির জগতে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3vh5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন