নাসিম রুমি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর। একক গানের পাশাপাশি টুকটাক স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বিনোদন অঙ্গনের বিভিন্ন আড্ডায়ও তার উপস্থিতি দেখা যায়। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছে তার নতুন গান।
এরমধ্যেই এক ফেসবুক পোস্ট দিয়ে গায়িকা জানিয়েছেন, তিনি খুব বিরক্ত এবং রেগে আছেন। তাতেই আঁখির সেই পোস্ট নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা। শনিবার(১ নভেম্বর ) রাতের পোস্টে আঁখি লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ; কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত।
কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে…মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’
