English

27.4 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

তৌসিফ ও কেয়া পায়েলকে নিয়ে টিনেজ প্রেমের গল্প

- Advertisements -

তৌসিফ ও কেয়া পায়েলকে নিয়ে টিনেজ প্রেমের গল্পের নাটক ‘ডিসটার্ব মি’। বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ১০ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০.০০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত মোহাম্মদ মিফতাহ আনানের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয়ে করেছেন- জায়মা জেমিম, সানি প্রমুখ।

পরিচালক মিফতাহ আনান বলেন, এটি একটি টিনেজ প্রেমের গল্প। কলেজ পড়–য়া দুজনের মান-অভিমান দ্বন্ব-সংঘাত আর টানাপড়েন নিয়েই নাটকের কাহিনী। তৌসিফ কলেজে সবাইকে ডিসটার্ব করে। যখন যা বলবে তা কলাসের আর সবাই মানতে বাধ্য।

নাহলে নানা রকম চড় থাপ্পর অবধারিত। নতুন এসে ভর্তি হন কেয়া পায়েল। ক্লাসে ঢোকার মুখেই বাজে পরিস্থিতির স্বীকার হন। তৌসিফের নানা রকম অবান্তর কাজকর্ম আর অধিকারচর্চা মানতে নারাজ। ক্লাস এবং ক্লাসের বাইরে শুরু হয় দু’জনের যুদ্ধ।

কেয়া খুব বিরক্ত এখন তৌসিফের ওপর। তার মতো বাজে ছেলে আর হয় না। তৌসিফ সম্পর্কে এমনই ধারণা তার। এ জন্যেই তৌসিফ তিন তিনবার ফেল করেছে। নাটকে চলতে থাকে নানা নাটকীয়তা।

পরিচালক আরো বলেন, নাটকের পরিণতি অবশ্য দারুণ। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i924
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন