দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর শুটিংয়ে ফিরেছেন লাক্স তারকা অভিনেত্রী মিম মানতাসা। অভিনয় ক্যারিয়ারের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পের নায়িকা হলেন এই অভিনেত্রী।
কাজী নজরুল ইসলামের ‘জিনের বাদশা’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আল্লারাখা’। নজরুল ইসলামের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আনিসুজ্জামান আনিস।
গ্রামের নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষী মুসলমান। গ্রামের একটেরে ঘরকতক কায়স্থ যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। এই গ্রামের মাতব্বর গোছের চুন্নু ব্যাপারির ছেলে আল্লারাখা ও মধ্যবিত্ত চাষী নারদ আলীর মেয়ে চান ভানু এই গল্পের নায়ক-নায়িকা। এতে আল্লারাখা চরিত্রটি রূপায়ন করেছেন অ্যালেন শুভ্র। আর ‘চান ভানু’ চরিত্র রূপায়ন করেছেন মিম মানতাসা।
টেলিফিল্মটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। খুব শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/666p
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন