English

28.4 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

দেবদাসের স্বত্ত্ব কিনে নিয়েছে শাহরুখের কোম্পানি রেড চিলিস

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় সিনেমা জগতে এক কালজয়ী সিনেমার নাম ‘দেবদাস’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমাটির বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি ভক্ত। মুক্তির দুই দশক পেরিয়ে যাওয়ার পরও এখনও এই ছবি দর্শকের মনে বিশেষ জায়গা করে রেখেছে।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ সিনেমার স্বত্ত্ব নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। এবার শাহরুখ খান নিজেই জানালেন বলিউড সিনেমাটির স্বত্ত্ব কিনে নিয়েছে তারই প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানিয়েছেন শাহরুখ। একইসাথে সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন বলিউডের কিং খান।

লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দেবদাস’। সেখানে শাহরুখ বলেন, ‘আমরা একটি প্রযোজনা সংস্থা হিসাবে এই সিনেমাটির স্বত্ত্ব কিনেছি। আমি বেশ গর্বিত যে এটি এখন আমাদের কোম্পানির অন্তর্ভুক্ত।’

সিনেমাটির মুখ্য চরিত্রে শাহরুখ খানের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফসহ আরও অনেকেই।

সিনেমা বোদ্ধাদের মতে ‘দেবদাস’ বিখ্যাত পরিচালক বানসালীর অন্যতম সেরা কাজ। যেখানে নিজের অভিনয় দক্ষতায় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ।

এদিকে স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় পিয়াজা গ্র্যান্ডে আট হাজার মানুষের উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়া হয় শাহরুখের হাতে। পুরস্কার হাতে কিং খান বলেন, ‘পুরস্কারটি খুব ভারী। লোকার্নোর সুন্দর ও শৈল্পিক শহরে এতটা ভালোবাসা দিয়ে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। ছোট্ট এই জায়গায় অনেক মানুষ জড়ো হয়েছেন এবং সেই সঙ্গে উত্তাপও অনুভূত হচ্ছে। তাই তো ভারতের মতো এখানটাকেও বাড়ির মতো মনে হচ্ছে। আমাকে ডাকার জন্য ধন্যবাদ।’

শাহরুখ আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সিনেমা আমাদের যুগের সবচেয়ে গভীর ও প্রভাবশালী শৈল্পিক মাধ্যম। অনেক বছর ধরে এর অংশ হওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং এই যাত্রা আমাকে কিছু শিক্ষা দিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7d4t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন