কলকাতায় টলিউডের সুপারস্টার দেবের নামে চায়ের দোকান খুলেছেন তার এক গুণমুগ্ধ ভক্ত। ফ্যানমেড পোস্টার বা চিঠির বদলে প্রিয় তারকার নামে আস্ত একখানা দোকান খুলে বসা চমক বইকি।
জানা গেছে, এই দোকানের মালিকের নাম অর্ণব গুহ। পেশায় তিনি একজন ফটোগ্রাফার। পাশাপাশি নতুন শুরু করেছেন এই চায়ের দোকান। নাম, ‘দেব এন টি’। নামের সঙ্গে মানানসই ভাবে আপাদমস্তক দেবের ছবি দিয়ে সাজানো ছোট্ট, ছিমছাম দোকানটি।
কী পাওয়া যাবে দোকানে? সামনেই সাজিয়ে রাখা মেনু থেকে জানা যায়, মিলবে একাধিক রকম চা। এলাচ চা, মালাই চা, কেশরি চা ছাড়াও ব্যবস্থা রয়েছে তন্দুর চায়েরও। দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। দক্ষিণ কলকাতার রুবির কাছে অভিষিক্তার সামনেই রয়েছে ‘দেব এন টি’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল অর্ণবের এই নতুন দোকানের কনসেপ্ট।
এদিকে চলতি বছর পুজাতেই মুক্তি পেয়েছে দেবের দুইটি নতুন ছবি। দেব অভিনীত ‘গোলন্দাজ’ এবং প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দুইটি ছবিই বেশ ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। আগামীতে ‘কিশমিশ’ ও ‘টনিক’ও মুক্তির অপেক্ষায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/psci
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন