নাসিম রুমি: দেশজুড়ে উড়ছে ‘প্রজাপতি’। নতুন বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল এই ছবি। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য মুম্বই, দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও ‘প্রজাপতি’র জন্য় হাউসফুল বোর্ড ঝুলেছে।
সোশ্যাল মিডিয়া লাইভে এসে একথা নিজেই জানিয়েছেন, অভিনেতা প্রযোজক দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন।
দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ ইতিমধ্যেই হল ফেরত দর্শকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। দেব এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২২ ডিসেম্বর ২০২৩, আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে শীঘ্রই।’
অভিনেতা-প্রযোজক একদিকে যেমন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির সাফল্যে ভাসছেন, অন্যদিকে তিনি বছরের প্রথম দিনে আগামী ছবির ঘোষণা সারলেন।
এ দিন অতনু রায় চৌধুরী ও অভিজিৎ সেনের সঙ্গেও নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন দেব। টনিক ও প্রজাপতির সাফল্যের পর ফের একবার নতুন কোনও প্রোজেক্টের পরিকল্পনায় এই ত্রয়ী। জানিয়েছেন, এটা তাঁদের স্বপ্নের প্রোজেক্ট। তবে ছবির বিষয়বস্তু সম্পর্কে মুখ খোলেননি তাঁরা।