গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাস মিলিয়ে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার আন্তর্জাতিক ভাষার প্রথম সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এর শুটিং করেন। তারমধ্যেই পাওয়া গেল এই পরিচালকের আন্তর্জাতিক ভাষার দ্বিতীয় চলচ্চিত্রের খোঁজ।
নতুন এ ছবির ঘোষণা ফারুকী নিজে দেননি। ‘এশিয়ান প্রজেক্ট মার্কেট’ সোমবার তাদের ওয়েব সাইটে চলতি বছরের নির্বাচিত ২০টি ছবির নাম ঘোষণা করে। সেখানেই দেখা যায় ফারুকী পরিচালিত ‘এ বার্নিং কোয়েশ্চেন’ এর নাম। নতুন এই ছবিটির পুরো আয়োজন, ভাষা, গল্প- সবই আমেরিকার। এতে সহ-প্রযোজক হিসেবে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে।
এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজিত ছবি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ফারুকী।এ বিষয়ে ফারুকী বলেন, ইংরেজি ভাষায় নির্মিতব্য এটি আমার দ্বিতীয় ছবি, যার সমস্ত আয়োজনই হবে আমেরিকায়।
ভাষা এবং গল্পের সেটিংও আমেরিকান। যে ছবিটি মেইনস্ট্রিম আমেরিকান বিষয় ডিল করবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/3aj9
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন