English

25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
- Advertisement -

ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগাপ্লুত সালমান

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর সম্পর্ক দারুণ ছিল। বিভিন্ন সময় দুই তারকা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। বহুবার ভাইজানকে নিজের ছেলে বলে উল্লেখ করেন ধর্মেন্দ্র। কিংবদন্তির প্রয়াণে শোকাহত সালমান। এই প্রবীণ অভিনেতা গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন ভাইজান।

ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৩১ অক্টোবর শ্বাসকষ্টের কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ১২ নভেম্বর ছাড়া পাওয়ার পর তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। বাড়ি ফিরেও তার অবস্থা ভালোছিল না। অবশেষে ২৪ নভেম্বর কালজয়ী অভিনেতা মারা যান।

‘বিগ বস ১৯’-এর সর্বশেষ পর্বে ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শোর উপস্থাপক সালমান খান। ভাইজান বলেন, এই গত সপ্তাহটা কেটেছে মানত করে, প্রার্থনা করে; আর চোখের পানি ফেলতে ফেলতে। দেশ একটি বড় ধাক্কা খেয়েছে, ভক্তরা ভীষণভাবে কেঁপে উঠেছে, ইন্ডাস্ট্রিও গভীর আঘাত পেয়েছে।

সালমান বলেন, আপনারা বুঝতেই পারছেন, আমি কাকে নিয়ে কথা বলছি— ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। ইচ্ছা হচ্ছিল, যেন এ সপ্তাহের বিগবসের এই উইকএন্ড কা ভার আমাকে করতে না হতো। কিন্তু জীবন এগিয়ে চলে।

‘সেলিব্রেশন অব লাইফ’ শিরোনামে এ প্রার্থনাসভাটি ব্যান্ড্রার তাজ ল্যান্ডস এন্ডসে অনুষ্ঠিত হয়, যেখানে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুনীল শেঠি, আমিশা প্যাটেল, ফারদিন খান, নিমরত কৌর, সোনু সুদ, আনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান, অনিল শর্মা, করণ জোহর এবং রেখাসহ বহু তারকা উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/610n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন