নাসিম রুমি: ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক ও পরিচালক ছিলেন। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে আছেন। তবে অভিনয়ে নাম লেখানোর আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন এ ড্যাশিং হিরো। পরে সিনেমায় নিয়মিত হলে রাজনীতিতে অনিয়মিত হয়ে পড়েন সোহেল রানা।
গুণী এই অভিনেতা মুক্তিযোদ্ধা পরিচয় কিংবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে অনুতপ্ত। একই সঙ্গে তিনি বিরক্তিও প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার (২৭ জুলাই) এক পোস্টে এক নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’, প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।
এছাড়াও এদিন দেওয়া আরেকটি পোস্টে সোহেল রানা লিখেছেন, দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই। ২৫ জনের বসার জায়গা হলে, ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনোরকম দাম সম্মান কিছুই নেই। কেবিন ভাড়া যা ছিল, এক বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ড কোন কাজে আসে, বুঝি না। কোনো অভিযোগ নেই, শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস!
তার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, চিকিৎসা নিতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ধরনের সুযোগ-সুবিধা তিনি পাননি। হয়তো আরও অনেক ক্ষেত্রেই পান না। সেটা নিয়েই এই অভিনেতার ক্ষোভ ও অসহায়তা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রসঙ্গত, সোহেল রানা, যার আসল নাম মাসুদ পারভেজ। অভিনেতা পরিচয়ের বাইরে তার আরেকটি বড় পরিচয়, তিনি একজন মুক্তিযোদ্ধা।