English

27 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
- Advertisement -

নতুন ঘোষণা স্কুইড গেমের, এ বছরই আসছে তৃতীয় সিজন

- Advertisements -
বছরের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ ছিল এটি। আর মুক্তির পর দর্শক উন্মাদনাও দেখা গেল তেমন। দক্ষিণ কোরিয়ার সারভাইভাল থ্রিলার ‘স্কুইড গেম’ দ্বিতীয় সিজনেও তুমুল সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে এসে তোলপাড় ফেলে দিয়েছে নেটফ্লিক্সের সেরা এই আবিষ্কার।

ফের দর্শক মাতিয়ে শীর্ষস্থানে স্কুইড গেম। এরই মধ্যে এলো নতুন এক সুখবর! ঘোষণা এলো তৃতীয় সিজনের।

বহুল প্রত্যাশিত সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় ২৬ ডিসেম্বর। এ সিজনের গল্প শুরু হয় প্রথম সিজনের শেষ অংশ থেকেই।
প্লেয়ার নাম্বার ৪৫৬ আবারও ফিরে আসে ভাগ্য পরীক্ষার মঞ্চে। তবে এবার প্রতিশোধের আগুন নিয়ে। সে কি পারবে জীবনের বিনিময়ে ভাগ্যবদলের এই খেলা বন্ধ করতে? নাকি এবারও মৃত্যুর কোলে ঢলে পড়বে অসংখ্য নিরীহ মানুষ। তা জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা।
স্ট্রিমিংয়ের পর পরই সাড়া বিশ্বে রীতিমতো তোলপাড়। স্ট্রিমিংয়ের প্রথম চার দিনেই এটি ৪৮৭ মিলিয়ন ঘণ্টা ভিউয়ের রেকর্ড গড়েছে! বলা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহে নন-ইংলিশ সিরিজগুলোর মধ্যে সবচেয়ে বেশী দেখা সিরিজ হিসেবে ইতিহাস করেছে এই কোরিয়ান সিরিজটি! হোয়াং দং-হিউক পরিচালিত এই সিরিজটি এই মুহূর্তে বিশ্বের ৯২টি দেশে ১ নম্বর স্থানে রয়েছে!
এদিকে স্কুইড গেমের চলমান ঝড়ের মাঝেই নতুন ঝড়ের পূর্বাভাস দিল সিরিজটির নির্মাতা সংস্থা নেটফ্লিক্স। নতুন বছরের প্রথম দিনে ‘স্কুইড গেম’ ভক্তদের উদ্দেশে নেটফ্লিক্স জানিয়েছে, চলতি বছরেই ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন আসছে। যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ বছর ২৭ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘স্কুইড গেম’-এর তৃতীয় সিজন।
স্কুইড গেমের দ্বিতীয় সিজন মুক্তির আগেই রিনিউ করা হয়েছিল তৃতীয় সিজন, যেখানে ইতোমধ্যে শেষ করা হয়েছে সমাপ্তি পর্বগুলোর শুটিং। দ্বিতীয় সিজনে ৭ পর্বের সিরিজটি তৃতীয় সিজন আসার বার্তা রেখেই শেষ করা হয়। দ্বিতীয় সিজনের পোস্টারের ট্যাগলাইন, ‘খেলা শেষ হবে না’। সিজন শেষে দেখা যায়, খেলা সত্যিই শেষ হয়নি। তৃতীয় সিজনের জন্য প্রস্তুত থাকতে হবে দর্শকদের। তাই তৃতীয় সিজনের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে বেশি অপেক্ষা করতে হয়নি এবার। কয়েক মাসের ব্যবধানেই দেখা মিলবে তৃতীয় সিজনের।

এদিকে তৃতীয় সিজনে দেখা মিলতে পারে হলিউড মেগাস্টার লিওনার্দো ডিক্যাপ্রিওর। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, তৃতীয় সিজনে একটি বিশেষ চরিত্রে হাজির হবেন ডিক্যাপ্রিও। কোরিয়ান সংবাদমাধ্যমেও দাবি করা হচ্ছে এমনটাই। যদি তাই হয় তাহলে ‘স্কুইড গেম’ এমনকি কোরিয়ান সিরিজের ইতিহাসে এক নতুন রেকর্ড তৈরি হবে তা বলাই বাহুল্য। যদিও ডি ক্যাপ্রিওর অন্তর্ভুক্তির বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই তৃতীয় সিজন মুক্তি অবধি অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের।

২০২১ সালের সেপ্টেম্বরে ‘স্কুইড গেম’-এর প্রথম সিজন মুক্তি পায়। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলে মুক্তির মাত্র ২৮ দিনে ১.৬ বিলিয়ন ঘণ্টা দেখে দর্শকরা। সেই সময় এমিসহ বেশ কিছু পুরস্কারও পেয়েছিল সিরিজটি। তিন বছর পর এলো এর দ্বিতীয় সিজন। আর প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া প্রথম সিজনের অনেকেই রয়েছেন দ্বিতীয় সিজনে। রয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেকেই। এটি নির্মাণ করেছেন কোরিয়ান লেখক এবং টেলিভিশন প্রযোজক হোয়াং দং-হিউক।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/itq2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন