নাসিম রুমি: বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন। এবার নতুন সিনেমায় নাম লেখালেন এই অভিনেত্রী। ‘বিবর’ নামের সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।
মিষ্টি জান্নাত জানান, সিনেমাটির কাজ শিগগিরই শুরু হবে। শুধু তাই নয়, আরও তিনটি সিনেমার শুটিংও খুব দ্রুত শুরু করবেন তিনি। তবে মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং শুরু করতে পারেননি এই নায়িকা। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টির। এরপর থেকে নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে। অভিনয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rldb
