English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

নাগরিক পর্দায় ১৪ নারী তারকার সমাবেশ!

- Advertisements -

নাসিম রুমি: ঈদ উৎসব ঘিরে বরাবরই টিভি চ্যানেলগুলো তারকামুখর আয়োজন করে থাকে। তবে এবার যেমনটা ঘটছে নাগরিক পর্দায়, সেটি একেবারে ব্যতিক্রম। কারণ, এই ঈদে চ্যানেলটি প্রচার করবে মোট ১৪ জন তারকার বিশেষ ইন্টারভিউ। তাও আবার, সবাই নারী তারকা! এমনকি দুই উপস্থাপকও থাকছেন নারী!

এমন ঘটনা, এর আগে আর কোনও দেশীয় চ্যানেলে ঘটেনি বলেই জানা গেছে।

চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, ১৪ জন তারকাকে দুটি অনুষ্ঠানে ভাগ করেছেন তারা। সাত দিনের ঈদ আয়োজনে অনুষ্ঠান দুটি প্রচার হবে প্রতিদিন রাত ৮টায় ও ১০টায়।

দুই সেলিব্রেটি শোয়ের নাম ‘তারকা আড্ডা’ এবং ‘তারায় তারায়’। দুটি অনুষ্ঠানই ঈদের দিন হতে প্রচার শুরু হবে। এর মধ্যে ‘তারকা আড্ডা’ প্রচার হবে রাত ৮টায়। এটি উপস্থাপনায় আছেন মৌসুমী মৌ। আর নীল হুরেজাহানের সঞ্চালনায় ‘তারায় তারায়’ দেখানো হবে রাত ১০টায়।
এরমধ্যে ‘তারকা আড্ডা’র অতিথিরা হলেন বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া এবং শিরিন আক্তার শিলা। অন্যদিকে ‘তারায় তারায়’ থাকছেন শবনম বুবলী, জাকিয়া বারী মম, সাদিয়া জাহান প্রভা, সারিকা সাবরিন, সামিরা খান মাহি, মুমতাহিনা টয়া ও রুকাইয়া জাহান চমক।

দুটো অনুষ্ঠানের প্রতিটি পর্বে একজন করে তারকা বসবেন উপস্থাপকের মুখোমুখি। খুলে বলবেন নিজের অতীত, বর্তমান ও আগামীর কথা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dzgu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন