করোনার কারণে দীর্ঘ প্রায় পাঁচ মাস ঘরবন্দী ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। অবশেষে আবারও কাজে ফিরেছেন তিনি। গতকাল মঙ্গলবার কণ্ঠ দিয়েছেন নাটকের একটি গানে। শিরোনাম ‘ভালোবাসার গান’। সুর-সংগীতের পাশাপাশি গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শান।
কনা বলেন, ‘গতকাল ছিল আমার জন্য অন্যরকম। দীর্ঘ প্রায় পাঁচ মাস পর কাজে ফিরলাম। বাসায় থেকে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। অপেক্ষায় ছিলাম কবে কাজে ফিরব! দীর্ঘ সময় পর কোন স্টুডিওতে হাজির হয়ে গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।’
তিনি আরও বলেন, ‘নতুন এই গানটি দারুণ রোমান্টিক। এর কথা ও সুর অসাধারণ। তাছাড়া এবারই প্রথম শানের সঙ্গে নাটকের গানে কণ্ঠ দিলাম। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
শান বলেন, ‘কনার গায়কী সম্পর্কে কোন কিছু বলার প্রয়োজন নেই। অসম্ভব সুন্দর একটি গান আমরা গাইলাম।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন