English

17 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

‘নায়করাজ’ রাজ্জাকের স্মরণে দুইদিনব্যাপী আয়োজন

- Advertisements -

নাসিম রুমি: বেঁচে থাকলে তার বয়স হত ৮৪ বছর, যাকে এখনও একনামে চেনে বাংলাদেশের মানুষ, তিনি ‘নায়করাজ’ রাজ্জাক।

শুক্রবার এই অভিনেতার জন্মবার্ষিকী, এই দিন ঘিরে তার অভিনীত সিনেমা, গান, জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নিয়ে দুইদিনব্যাপী আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।

বিজ্ঞপ্তিতে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, শুক্রবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের জন্মদিন, এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে বৃহস্পতিবার ও শুক্রবার রয়েছে নানা আয়োজন।

বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিট দেখানো হবে সিনেমার গান, দুপুর সাড়ে ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘অবুঝ মন’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী জহির, এতে রাজ্জাক ছাড়াও আরও অভিনয় করেছেন শাবানা, সুজাতা, শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিনসহ অনেকে।

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে দেখানো হবে সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এতে শিল্পী হিসেবে থাকবেন খুরশীদ আলম, স্বর্ণা এবং ইমরান খন্দকার।

একই দিন বিকাল সাড়ে ৪টায় দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘নায়ক থেকে নায়করাজ’। এটি উপস্থাপনা করবেন আবদুর রহমান।

জন্মদিনের এই আয়োজন শেষ হবে বিকাল ৫টা ২০ মিনিটে শাইখ সিরাজের নির্মাণে নায়করাজের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রচারের মধ্য দিয়ে।

রাজ্জাক রূপালি পর্দায় নিজেকে দিয়েছিলেন উজাড় করে। ১৯৬৫ সালে বাংলাদেশের সিনেমা হলগুলোতে কলকাতার সিনেমা মুক্তি পাওয়া বন্ধ হয়ে যায়। উত্তম-সুচিত্রা আর সৌমিত্রে বুঁদ হয়ে থাকা পূর্ব বাংলার মধ্যবিত্ত বিকল্প হিসেবে খুঁজে পায় রাজ্জাকে।

তিনি হয়ে উঠলেন ঢাকাই সিনেমার ‘স্ক্রিন আইডল’। কলকাতার বচন আর বাচন নিয়ে ঢাকাই সিনেপাড়ায় একাধারে শাসন করলেন দুই দশক; নায়ক হিসেবে।

রাজ্জাকের জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়, ১৯৪২ সালে; তার পারিবারিক বাসস্থান ছিল টালিগঞ্জের নাকতলায়।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় সরস্বতী পূজা উপলক্ষে স্কুলের নাটকে প্রথম অভিনয় রাজ্জাকের। এরপর কলেজে পড়ার সময় তিনি ‘রতন লাল বাঙালি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।

পাঁচশ চলচ্চিত্রের অভিনেতা রাজ্জাকের অভিনয়জীবন শুরুতে মোটেও মসৃণ ছিল না। তীব্র জীবন সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8y24
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন