লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে। এ সময় ভিড় ঠেলে তাকে এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। যার জেরে কারাগারে যেতে হয় ওই ভক্তকে।
গত ১৩ নভেম্বর সিঙ্গাপুরে ‘উইকড: ফর গুড’ সিনেমার প্রিমিয়ারে ঘটনাটি ঘটে। আরিয়ানাকে জড়িয়ে ধরা সেই ব্যক্তির নাম জনসন ওয়েন (২৬)। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখেন, তখনই সহশিল্পী সিন্থিয়া এরিভো তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। সামাজিকমাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি।
বিবিসি নিউজ জানায়, সিঙ্গাপুরের একটি আদালত সেই ব্যক্তিকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছে। আদালতের ভাষ্য, তিনি প্রিমিয়ারে দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেয়। পরের দিন তাকে গ্রেফতার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। পরে দোষ স্বীকার করেন ওই ব্যক্তি। আদালতে এক বিচারককে জনসন ওয়েন জানান, তিনি আর কখনো এমনটা করবেন না।
তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ডে। আগামী ২১ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘উইকড: ফর গুড’ ছবিটি। জন এম চুর পরিচালনায় এতে আরিয়ানা ছাড়াও অভিনয় করেছেন সিন্থিয়া এরিভো, জেফ গোল্ডব্লাম প্রমুখ।
