৯১ বছরে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ছান্নুলাল মিশ্র। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই শোক সংবাদে ভারতের সংগীতাঙ্গন গভীর শোক প্রকাশ করেছে।
শিল্পীর কন্যা নম্রতা মিশ্র জানিয়েছেন, বুধবার (১ অক্টোবর) রাত থেকে ছান্নুলালের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
ছান্নুলাল মিশ্র ১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তর প্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন। সংগীতে তার পথচলা শুরু হয় বাবার, বদ্রীনাথ মিশ্রের কাছ থেকে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহের কারণে তিনি বাবার নির্দেশনায় শাস্ত্রীয় সংগীত অনুশীলন শুরু করেন।দীর্ঘ জীবনে ছান্নুলাল মিশ্র ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে সমৃদ্ধ করেছেন। তার কণ্ঠে রচিত রাগ আর ভজনের ধারা দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। ভারতীয় সংগীতাঙ্গন তাকে ‘লেজেন্ড’ হিসেবে স্মরণ করবে।
শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে ছান্নুলাল মিশ্রের অবদান অনবদ্য। তিনি অসংখ্য কনসার্ট ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং দেশীয় ও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংগীতকে উপস্থাপন করেছেন।