যুক্তরাষ্ট্রে ১৪ নভেম্বর অনুষ্টিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৬তম আসর। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ স্লোগানে মিউজিক অ্যাওর্য়ার্ডসের এই আসর থেকে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কে ৫০ জন শিল্পীকে পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বরজুড়ে চ্যানেল আইয়ে নানা ধরনের অনুষ্ঠান প্রচার হবে। এর মধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে নিউ ইয়র্কে অনুপোস্থিত অন্য শিল্পীদের পুরস্কৃত করা হবে।
নিউ ইয়র্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১ এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন, রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা দেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিন, শাকিব খানসহ প্রায় শতাধিক বিভিন্ন অঙ্গণের শিল্পী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qogn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন