সংগীত জীবনের সাফল্যের জন্য যতোটা আলোচনায় থাকেন আমেরিকার জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স, ততটাই আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকান্ডের জন্য। এবার তেমনই আরেক কাণ্ড করে ফের শিরোনামে উঠে এলেন। নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স!
গত মে মাসেই বিবাহবিচ্ছেদ হয়েছে ব্রিটনি স্পিয়ার্সের। বিচ্ছেদের পর ‘সিঙ্গেল’ ছিলেন বলেই দাবি করেছিলেন গায়িকা।
ব্রিটনির সেই পোস্টে হতবাক সবাই! অবশ্য গায়িকার এমন পাগলামো দেখার অভ্যাস তার অনুরাগীদের আছে। তাই কেউ কেউ যেমন ব্যঙ্গ করছেন, কেউ বা দিচ্ছেন বাহবা। কারো কারো মতে, নিজেই নিজের একমাত্র সঙ্গী হওয়ার মতো সুখের কিছু নেই।