হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি একবার নিজেকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ৪৯ বছর বয়সী এই অস্কারবিজয়ী জানান যখন নিজেই নিজেকে খুনের পরিকল্পনা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর।
তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কথাটা উদ্ভট শোনাতে পারে তবে আমি সত্যিই নিজেকে খুন করার জন্য একজনকে নিয়োগ করেছিলাম। সে সময় আমি মারাত্মক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শুধু মনে হত আর বাঁচব না। তবে আত্মহত্যা করার মতো অবস্থা আমার ছিল না। মনে হত আমি যদি আত্মহত্যা করি তবে আমার আশেপাশের মানুষদের মনে হবে তারা বুঝি আমার জন্য যথেষ্ট ছিলেন না।’
অ্যাঞ্জেলিনা আরও বলেন, ‘আমার মায়ের মনে হতেই পারে, সে হয়তো আমার জন্য বেশি কিছু করেনি, সেই কারণে আমি নিজেকে শেষ করে দিয়েছি। এই সব ভেবেই প্ল্যান বানিয়েছিলাম নিজের মতো করে। ভাড়াটে খুনিকে বলেছিলাম আমার হত্যাটা যাতে ডাকাতির মতো দেখতে লাগে। প্রথম ডাকাতি, তারপর খুন— কারও তো এটা মনে হবে না যে তারা আমার জন্য কিছু করেনি।’
যদিও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ ঘৃণ্য ভয়ংকর কাজই আমি করতে যাচ্ছিলাম। ভাগ্য আমার ভাল যে ছোট বয়সেই মৃত্যুর মুখোমুখি হওয়া থেকে আমি সরে এসেছি।’