English

18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
- Advertisement -

নীরবে বাগদান সারলেন সাইফপুত্র ইব্রাহিম?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের নায়ক সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকে নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন একটু বেশি। পরিবারের সঙ্গে সময় কাটানো হোক কিংবা প্রেম ঘটিত কোনো কাণ্ড, তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে বেশ আকর্ষণীয়।

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম। এবার নাকি চুপিচুপি বাগদানও সেরেছেন তারা।

সম্প্রতি মালদ্বীপে বেড়াতে যান ইব্রাহিম ও পলক। সেখান থেকেই সন্দেহের দানা। সে সময় সমুদ্রতট থেকে ছবি দেন ইব্রাহিম। যদিও কোন সৈকতের তীরে আছেন, সেটি গোপন রেখেছেন তারা। মালদ্বীপে থাকাকালীন কিছু ছবি ভাগ করে নেন ইব্রাহিম। বুঝতে বাকি নেই, কোনো একটা রিসোর্টেই, একান্ত সময় কাটেচ্ছেন তারা।

সামাজিক মাধ্যমে ছড়ানো দুটি ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে ইব্রাহিম। কিন্তু ক্যামেরার পেছনে কে! যদিও মন্তব্য ঘরে তাদের অনুরাগীরা পলকের নাম ভরিয়ে তোলেন। তবে অনুরাগীদের সন্দেহ তখনই আরও স্পষ্ট হয় যখন একই জায়গা থেকে ছবি দেন পলক তিওয়ারিও।

পলক একটি শর্ট ভিডিও প্রকাশ করেন। যেখানে দেখা যাচ্ছে লাভ শেপে মোমবাতি সাজানো। তার মাঝে দুটো চেয়ার। একটিতে বসে রয়েছেন পলক। অন্যটিতে কে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি। তবে পলক এমন অভিব্যক্তি করেছেন যে খুব অবাক হয়েছেন কিছু দেখে।

যদিও এমন দৃশ্য নতুন কিছু নয়। কিন্তু এবারের দৃশ্যটা ছিল তুলনামূলক ভিন্ন। একেতো মালদ্বীপে একান্ত যাপন, তার ওপর আবার প্রোপোজিং স্টাইলে। মোটকথা, যেভাবে যুগলরা সময় কাটান!

সে থেকেই অনুরাগীদের ধারণা, নিশ্চয়ই ইব্রাহিম ও পলকের বেলায়ও তেমন কিছুই ঘটল; হয়তোবা তারা বাগদানও সেরে নিয়েছেন নীরবে!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন