নেটফ্লিক্সে রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার টিভি শো ‘স্কুইড গেম’। এখন পর্যন্ত ১১ কোটি ১০ লাখ মানুষ দেখেছে এই সিরিজ। ১২ অক্টোবর এ তথ্য টুইটারে জানিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
মাত্র ১০ দিনের মাথায় ৯০টি দেশে সিরিজ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে ‘স্কুইড গেম’। গত ১৭ সেপ্টেম্বর প্রচারে আসে শোটি।
স্কুইড গেমের আগে সবচেয়ে বেশিবার দেখার রেকর্ডটি ছিল ‘ব্রিজারটন’-এর দখলে। ওই সিরিজটি প্রচার হওয়ার ২৮ দিনের মধ্যে ৮ কোটি ২০ লাখ মানুষ দেখেছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/n8vm