English

16 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- Advertisement -

নোলানের তারকাবহুল সিনেমায় এবার যোগ দিলেন শার্লিজ থেরন

- Advertisements -

হলিউডের বিখ্যাত অভিনেত্রীদের একজন শার্লিজ থেরন। সিনেমায় তার সপ্রতিভ উপস্থিতি দর্শকের হৃদয় আন্দোলিত করে। ম্যাড ম্যাক্স এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে আলাদা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার আলোচনায় এলেন কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমায় যোগ দিয়ে।

ডেডলাইন দাবি করছে, নোলান হলিউডের নামি দামি বেশ ক’জন তারকাকে তার আপকামিং সিনেমার জন্য বাছাই করেছেন। তাদের মধ্যে সর্বশেষ সংযোজন থেরন।

তিনি এ ছবিতে টম হল্যান্ড, ম্যাট ডেমন, জেনডায়া, অ্যান হাথওয়ে, লুপিতা নায়ং’ও এবং রবার্ট প্যাটিনসনের সঙ্গে কাজ করবেন। সিনেমাটি ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এখন পর্যন্ত নোলানের এই নতুন সিনেমার কোনও অফিসিয়াল শিরোনাম প্রকাশ্যে আসেনি। ছবিটি কী ধরনের গল্পে নির্মিত হবে সেটাও জানা যায়নি। তবে ছবির সঙ্গে যুক্ত হওয়া তারকাদের নামগুলো আভাস দিচ্ছে বিশাল বাজেটে সুপারহিট কিছুই আসতে চলেছে মাস্টার মেকার নোলানের হাত ধরে।

মার্ভেল সিরিজের স্পাইডার-ম্যান চরিত্রের জন্য বিখ্যাত টম হল্যান্ড সম্প্রতি সিনেমাটির কাস্টিং প্রসেস নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, নোলানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার ক্যারিয়ারের জন্য একটি বড় লক্ষ্য ছিল। অবশেষে সেটা হওয়াতে তিনি খুব খুশি। তার ভাষ্যটা এমন,‌ ‘নোলানের ছবিতে সুযোগ পাওয়াটা ঠিক আনন্দের মতো যা আমি ১০ বছর আগে স্পাইডার-ম্যান চরিত্রের জন্য ডাক পাওয়ার পর উপভোগ করেছিলাম।’

ছবিতে থেরনের অংশ হওয়া বিষয়ে অভিনেত্রী বা পরিচালক কেউই স্পষ্ট কোনো তথ্য দেননি। তবে হলিউডের অনেকগুলো গণমাধ্যমই এই তথ্য নিশ্চিত করেছে। থেরনের চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।

অভিনেত্রী থেরন সম্প্রতি ‘দ্য ওল্ড গার্ড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন। তিনি জানান, সিক্যুয়েলটির কাজ শেষ হওয়ার পথে রয়েছে। থেরন বলেন, ‘এ সিনেমাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এই সিনেমাটি ভালোবাসি। অপেক্ষা করছি মুক্তির।’

এদিকে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমাটি ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পাবে বলে জানা গেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন