English

32 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

পছন্দের মানুষের নাম জানালেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা

- Advertisements -

কম সময়েই জনপ্রিয়তা পেয়েছেন কর্ণাটকে জন্ম নেওয়া দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। অনেক কম সময়ে বহুসংখ্যক ভক্ত-অনুরাগী পেয়ে গেছেন। রাশমিকা মানেই সিনেমা ব্যবসাসফল।

গুগলে ‘ন্যাশনাল ক্রাশ’ সার্চ দিলে সেখানে রাশমিকার নাম প্রথমে আসে । এবার রাশমিকা জানালেন, নিজের ‘ক্রাশ’-এর নাম।

Advertisements

অনেকের ধারণা ছিল, দক্ষিণি সুপারস্টার বিজয় দেওয়রকোন্ডার ‘ফ্যান’রাশমিকা। তাকেই পছন্দ তার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাশমিকা জানালেন অন্য আরেকটি নাম।

তার ‘ক্রাশ’ আর কেউ নয়; বাহুবালী খ্যাত তারকা প্রভাসের ওপর ক্রাশ খেয়েছেন তিনি। যেন তেন নয়,  ‘মেজর ক্রাশ’ যাকে বলে। রাশমিকার হৃদয়জুড়ে কেবলই প্রভাস। সুযোগ পেলে প্রভাসের সঙ্গে রোমান্টিক ডেটে যেতে চান বলেও জানিয়েছেন রাশমিকা।

Advertisements

তামিলনাড়ুর সংস্কৃতিভক্ত নায়িকা বলেন, ‘প্রভাসের ওপর আমার “মেজর ক্রাশ” আছে। আমি ওর সঙ্গে সুন্দর এক ডেটে যেতে চাই। আমি প্রভাসের সবচেয়ে বড় ভক্তদের একজন। প্রভাসের সঙ্গে জুটি বেঁধে স্ক্রিন শেয়ার করতে চাই।’ এদিকে বলিউডে অভিষেক হতে চলেছে রাশমিকার। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে তাকে। অন্যদিকে অল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’ ছবিতেও দেখা যাবে তাকে।

২০১৬ সালে রুপালী পর্দায় প্রথম অভিষেক ঘটে রাশমিকার। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মধ্য দিয়ে তার ফিল্মি ক্যারিয়ার শুরু। তবে সম্প্রতি  ‘সুলতান’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটল তার। এই ছবিতে তিনি এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।

রাশমিকার ছোট্টো ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন