English

28.4 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

পড়াশোনা ঠিক রেখে অভিনয় করার চেষ্টা করছি: নওবা

- Advertisements -

নাসিম রুমি: পাঁচ মাসের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরেছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। ফেরার পরপরই তিনি তিনটি নাটকে কাজ করেছেন। পড়াশোনা ও অভিনয়–দুটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া এ শিল্পী মনে করেন, ধৈর্য ও সময়ের সঠিক ব্যবহার জানলেই ভারসাম্য রক্ষা করা সম্ভব। বিরতির কারণ ছিল পরীক্ষা।

তাহিয়া বলেন, “আমার জীবনে সব সময়ই পড়াশোনাকে গুরুত্ব দিয়েছি। আবার অভিনয় আমার পেশা। অভিনয় থেকে দূরে থাকতে কষ্ট হলেও পড়াশোনাটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি ধাপ সঠিকভাবে পার করতে হয়।”

তিনি জানান, ঈদুল ফিতরের পর থেকে তিনি বিরতিতে ছিলেন। যদিও সে সময় অনেক ভালো কাজের প্রস্তাব পেয়েছিলেন, সময়ের কারণে করতে পারেননি। তবে এই বিরতি তাঁকে নতুন উদ্যমে ফিরতে সহায়তা করেছে।

ফিরেই তিনটি নাটকে কাজ করেছেন নওবা তাহিয়া– ‘দেয়াল’, ‘শেষ চিঠি’ এবং ‘প্রতীক্ষা’। এর মধ্যে প্রথম দুটি নাটকে তাঁর সহশিল্পী পার্থ শেখ এবং অন্যটিতে আছেন প্রান্তর দস্তিদার। এ ছাড়া বিরতির আগে করা শ্রাবণী ফেরদৌসের ‘যদি হারিয়ে যাই’ নাটকটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

অভিনয় ও পড়াশোনার ভারসাম্য প্রসঙ্গে তাহিয়ার বক্তব্য, “দুটোকে গুলিয়ে ফেলি না। কাজের সময় কাজ, পড়াশোনার সময় পড়াশোনা। অভিনয়ে দীর্ঘ সময় দিতে হয়। তবে সেই সময়ের বাইরে আমি পড়াশোনা করি। দুটোকেই ভালোবাসি বলে ব্যালান্স করতে অসুবিধা হয় না।”

ওটিটির জনপ্রিয়তার পরও তাঁকে সেখানে বেশি দেখা যায় না কেন? তাহিয়া বললেন, হ্যাঁ, ওটিটি আমাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দিয়েছে। তবে ওটিটি থেকে খুব একটা কাজ এসেছে, তেমন নয়। মাঝে একটা কাজ এসেছিল, তবে ব্যাটে-বলে মেলেনি। ওটিটির কাজে বেশি সময় দরকার। ওই সময়ে আমার হাতে বেশি সময় ছিল না। আমি ওটিটির ভক্ত। এটি অনেক বড় প্ল্যাটফর্ম। এখানে ভালো ভালো কাজ হচ্ছে। আমি ওটিটিতেও বেশি বেশি কাজ করতে চাই।

আগামীর স্বপ্ন নিয়ে তিনি বলেন, ‘আমি এখনও পড়াশোনা করছি, সঙ্গে অভিনয়ে ক্যারিয়ার গড়ছি। দুটি একসঙ্গে ভারসাম্য করা কঠিন। পড়াশোনা ঠিক রেখে যতটুকু অভিনয়ে মন দেওয়া যায়, সেটা চেষ্টা করি। নিরীক্ষাধর্মী কাজ আমার পছন্দের। এ কারণে বেশি বেশি নিরীক্ষাধর্মী কাজ করার ইচ্ছা রয়েছে। আগামীতে অসাধারণ সব কাজ আসুক। সর্বোপরি ভালো কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা পেতে চাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hi90
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন