বলিউড বা টলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা ইন্ডাস্ট্রিতে আসার আগে নিজের নাম পাল্টেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘আমার প্রথম সিনেমা নাটের গুরু, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না। যেহেতু কোয়েল নামটা কোনও ডাক নাম বলে তেমন ভাবে ব্যবহার করা হয় না, তাই হরকাকু ভেবেছিলেন এটাই আমার আসল নাম।’
অর্থাৎ যদি কোয়েলের আসল নাম সিনেমায় ব্যবহার করা হতো তাহলে এই মুহূর্তে কলকাতায় দুজন রুক্মিণী নামের নায়িকা থাকতো। কিন্তু পরিচালকের একটি ভুলে সেটা হয়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চলছে কোয়েল অভিনীত সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’। তার আগেই ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে কাম ব্যাক করেছেন অভিনেত্রী।
