English

26.4 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫
- Advertisement -

পরিচালনায় ফিরছেন ফাল্গুনী হামিদ

- Advertisements -
দীর্ঘ এক যুগ পর নাটক নির্মাণ করেছেন ফাল্গুনী হামিদ। নাম ‘আমাতে অস্পষ্ট তুমি’। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফাল্গুনী হামিদ। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদ।
অনেক গুণে গুণান্বিত ফাল্গুনী হামিদ। একাধারে তিনি অভিনেত্রী, নাট্যকার, ঔপন্যাসিক ও পরিচালক। একসময় নিয়মিত পর্দায় দেখা যেত তাকে। বর্তমানে বিভিন্ন সংগঠনের দায়িত্বে থাকায় নির্মাণ ও অভিনয়ে দেখা মেলে না তার।
এবার জানা গেল, আবারও নির্মাণে ফিরছেন ফাল্গুনী।  মূলত আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে এই নাটকের কাজে হাত দিয়েছেন ফাল্গুনী। এরই মধ্যে শুটিংও শুরু হয়ে গেছে নাটকটির। 

এ প্রসঙ্গে ফাল্গুনী বলেন, শোবিজে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমি।

মাঝে একটা সময় মনে হলো ইন্ডাস্ট্রিটা আসলে আগের মতো নেই। পাশাপাশি এটাও মনে হলো নিজের মতো করে কাজ করার জায়গাটা আর নেই। এছাড়া মাঝে অসুস্থও ছিলাম। এরপর লেখালেখি ও ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি।

তিনি আরও বলেন, এখন আবার ভাবলাম আমার সেই জায়গায় আবারও ফেরা উচিত।

সে ইচ্ছা থেকেই নাটকটির সঙ্গে যুক্ত হওয়া। খুবই ইউনিক একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে।নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। এ ছাড়া আরও রয়েছেন— মিলি বাশার, শফিক খান দিলু, জাহিদ হাসান ও আহসান হাবিব।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rpr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন