এবার জানা গেল, আবারও নির্মাণে ফিরছেন ফাল্গুনী। মূলত আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে এই নাটকের কাজে হাত দিয়েছেন ফাল্গুনী। এরই মধ্যে শুটিংও শুরু হয়ে গেছে নাটকটির। সে ইচ্ছা থেকেই নাটকটির সঙ্গে যুক্ত হওয়া। খুবই ইউনিক একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে।নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। এ ছাড়া আরও রয়েছেন— মিলি বাশার, শফিক খান দিলু, জাহিদ হাসান ও আহসান হাবিব।
এ প্রসঙ্গে ফাল্গুনী বলেন, শোবিজে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমি।
মাঝে একটা সময় মনে হলো ইন্ডাস্ট্রিটা আসলে আগের মতো নেই। পাশাপাশি এটাও মনে হলো নিজের মতো করে কাজ করার জায়গাটা আর নেই। এছাড়া মাঝে অসুস্থও ছিলাম। এরপর লেখালেখি ও ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি।
তিনি আরও বলেন, এখন আবার ভাবলাম আমার সেই জায়গায় আবারও ফেরা উচিত।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8rpr