নাসিম রুমি: বলিউডের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ২৮ সেপ্টেম্বর ৪৩তম জন্মদিন পালন করলেন। কাপুর পরিবারের এই বলিষ্ঠ অভিনেতা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন, তখন থেকেই তিনি অসংখ্য নারী হৃদয়ে ঝড় তুলেছেন। এত বছর পরও তার সেই আবেদন বিন্দুমাত্র কমেনি। তবে সময়ের সঙ্গে বয়স বাড়ার বিষয়টি স্বীকার করতে দ্বিধা করেননি এই তারকা।
জন্মদিনে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিওতে রণবীর অকপটে স্বীকার করেছেন যে, তার দাড়িতে পাক ধরা শুরু হয়েছে এবং সাদা দাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে।
একটা সময় রণবীরের প্রেম জীবন নিয়ে বলিপাড়ায় ছিল বিস্তর আলোচনা-সমালোচনা। একের পর এক নায়িকার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল নিত্যদিনের খবর। তবে সেসব এখন অতীত। বর্তমানে তিনি থিতু হয়েছেন এবং পুরোদস্তুর সংসারী হয়েছেন।
অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা এক কন্যাসন্তানের জনক-জননী। ছোট্ট মেয়ে রাহাকে নিয়ে বেশ সুখেই কাটছে রণবীরের দাম্পত্য জীবন।
এদিকে জন্মদিনে বিশাল কোনও আয়োজন কিংবা জমকালো পার্টিতে বিশ্বাসী নন রণবীর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী আলিয়া ও কন্যা রাহাকে নিয়ে তিনি একান্তে ছুটি কাটাচ্ছেন। যদিও অনুরাগীদের নিরাশ করেননি ‘রকস্টার’ অভিনেতা। বেড়াতে যাওয়া স্থান থেকেই তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন স্ত্রী আলিয়া ভাট নিজেই।
সেখানেই রণবীর বলেন, ‘আমার পাকা দাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যদিও তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কেবল আমার দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। সকাল থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আমি সত্যিই আপ্লুত।